odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মেজাজ হারিয়ে রেফারিকে চড়, ৮ মাস নিষিদ্ধ চাইনিজ কোচ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩ August ২০২৩ ১৭:০৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩ August ২০২৩ ১৭:০৩

মেজাজ হারিয়ে রেফারিকে চড় মেরে বড় শাস্তি পেয়েছেন চীনের ক্লাব লিয়াউনিং শেনইয়াংয়ের কোচ দুয়ান সিন। তাকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল এই শাস্তির ঘোষণা দেয়। সঙ্গে ২০ হাজার ৯০৫ ডলার জরিমানা করা হয়েছে দুয়ানকে।

নানজিংয়ে গত ২৩ জুলাই চীনের দ্বিতীয় স্তরের লিগের ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। রেফারির দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ডাগআউটে উত্তেজিত হয়ে পড়েন দুয়ান। তার অমন আচরণে রেফারি তাকে লাল কার্ড দেখান। এরপরই রেফারিকে চড় মেরে বসেন ওই কোচ।

এজন্য দুয়ানকে ২৫ জুলাই বরখাস্ত করে লিয়াউনিং শেনইয়াং সিটি। তার একদিন আগে ওই কাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি স্বীকার করে নেন, রেফারির সিদ্ধান্ত তার মেনে নেওয়া উচিত ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: