odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

নতুন অধিনায়কের খোঁজে বিসিবি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ August ২০২৩ ১৭:২৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ August ২০২৩ ১৭:২৫

ঢাকা :ইতিমধ্যে একাধিক সিরিজে ওয়ানডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে তো টেস্টেও নেতৃত্ব দিয়েছেন।

তবু এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্টে লিটনের মতো তরুণকে অধিনায়ক করা ঠিক হবে কি না, তা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনার ঝড়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও সন্দিহান, লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া ঠিক হবে কি না।

গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ।

দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: