odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

শাস্তি পেলেন ক্রিকেটার নিকোলাস পুরান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ August ২০২৩ ১৭:০০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ August ২০২৩ ১৭:০০

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় পুরানকে। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ এবং লেভেল ওয়ান অপরাধ করেছেন পুরান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে এলবিডাব্লিউর আউট নিয়ে ঘটনাটি ঘটে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হওয়ায় অনফিল্ড আম্পায়ারদের সমালোচনা করেন পুরান। পুরানের মতে, আউট ছিলেন না সতীর্থ কাইল মায়ার্স। পরে রিভিউতে আউট হন মায়ার্স।

ম্যাচ শেষে পুরানের বিপক্ষে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও নাইজেল ডুগুইড এবং তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন পুরান। ফলে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি হলো, ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া। সর্বোচ্চ শাস্তি হিসেবে ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া।



আপনার মূল্যবান মতামত দিন: