odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ছেলেকে ‘হোম অব ক্রিকেট’ দেখালেন হাতুরাসিংহে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ August ২০২৩ ১৭:৩১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ August ২০২৩ ১৭:৩১

লম্বা ছুটি কাটিয়ে গতকাল বুধবার বাংলাদেশে ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। আজ বৃহস্পতিবার সকালে তিনি মিরপুর শেরেবাংলায় আসেন। যেখানে চলছে জাতীয় দলের ক্যাম্প। এদিন চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে সুদর্শন এক তরুণকে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সেই তরুণ হলেন চন্দিকা হাতুরাসিংহের বড় ছেলে চাইক হাতুরাসিংহে। বাংলাদেশে এসেছেন বাবার কর্মস্থল দেখতে।

মূল স্টেডিয়ামে, একাডেমি মাঠ, ইনডোর- সবকিছুই ঘুরে দেখেছেন তিনি। হাতে নোটপ্যাড নিয়ে কথা বলেছেন টাইগারদের কোচিং স্টাফের সঙ্গে।

চাইকের হাতে নোটপ্যাড দেখে গুঞ্জন ছড়ায়, দেশের ক্রিকেটে কি নতুন কেউ এলো? পরে ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেন যে, চাইক স্রেফ বেড়াতে এসেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: