odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে তার স্ত্রীর আবেগঘন পোস্ট

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ August ২০২৩ ১৬:৫৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ August ২০২৩ ১৬:৫৪

এশিয়া কাপের দলে মাহমুদ উল্লাহ রিয়াদের ঠাঁই না হওয়ায় দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ ক্ষুব্ধ। আজ শনিবার দল ঘোষণার পর দুপুরে ফেসবুকে পোস্ট দেন মুশফিকুর রহিমের স্ত্রী তথা মাহমুদ উল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফাইয়াত মন্ডি। এবার মুখ খুললেন মাহমুদ উল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে জান্নাতুল কাওসার লিখেছেন, ‘বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের (আসলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান) স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব। যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। 

আলহামদুলিল্লাহ। তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো। তাও তিনি কখনো কোনো দিন কিছু বলেননি―তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা? সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরো অনেক বেশি হতো!’ 

জান্নাতুল কাওসার আরো লিখেছেন, ‘তিনি সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সব সময় দলে জায়গা পেয়ে আসছেন।

আমি এখনো গর্ববোধ করছি কারণ, আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি! ভালো করে পরিসংখ‍্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছে এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।’

পরিশেষে সকল দর্শক সমর্থকদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা স্বীকার করে বলেন বাংলাদেশের জন‍্য তার অবদান কতটুকু, যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।”



আপনার মূল্যবান মতামত দিন: