odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

টাইগারদের মনোবল বাড়াতে এলেন মনোবিদ ফিল জোন্স

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৫:০৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৫:০৮

ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে অনেকদিন ধরেই মনোবিদ নিয়োগ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে এশিয়া কাপের প্রাক্কালে দলের সঙ্গে যোগ দিয়েছেন মনোবিদ ফিল জোন্স।

মূলতঃ এশিয়া কাপ আর বিশ্বকাপ সামনে রেখেই জোন্সকে আনা হয়েছে। তিনি দলের সঙ্গে সাত দিন সাত দিন কাজ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে এর আগেও জোন্সের সঙ্গে কাজ করেছেন। এবারও দুজনে খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির উন্নতিতে কাজ করবেন। আজ রবিবার এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের রুদ্ধদ্বার অনুশীলনের প্রথম দিনে ফিল জোন্সের একটা সেশন ছিল। যার ছবি ফেসবুকে শেয়ার করেছেন নাফিস ইকবাল।

এবার দেখার, ফিল জোন্সের টোটকা কতটা কাজে লাগে।



আপনার মূল্যবান মতামত দিন: