odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ম্যানসিটির আরো একটি শিরোপা জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৭:৪৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৭:৪৫

জেতা সম্ভব এমন ছয়টি শিরোপাই ২০০৯ সালে জিতেছিল পেপ গার্দিওলার বার্সেলোনা। সেই গার্দিওলার হাত ধরে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এবার ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে গ্রিসে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতে নিল সিটি। ফলে এ বছর চতুর্থ শিরোপার স্বাদ পাবে পেপ গার্দিওলার দল।

ম্যাচের ২৫তম মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নাসিরি। মার্কোস আকুনার ক্রস থেকে ডি-বক্সে লাফিয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মরক্কোর এই ফরোয়ার্ড।

সিটিকে দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোল পালমার। ৬৩তম মিনিটে রদ্রির ক্রস থেকে নিখুঁত এক হেডে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। শুটআউটে নিজেদের পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেন সিটির আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার।

সেভিয়ার পক্ষেও প্রথম চারটি শটে লক্ষ্যভেদ করেন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গঞ্জালো মন্তিয়েল। তবে নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগলে জয় নিশ্চিত হয় সিটির।



আপনার মূল্যবান মতামত দিন: