odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিশ্বকাপে বাংলাদেশেরও ভালো সম্ভাবনা রয়েছে: ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ August ২০২৩ ২৩:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ August ২০২৩ ২৩:২৩

ভারতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন রোহিত-কোহলিরা। ম্যাককালামের চোখেও ভারতই হট ফেভারিট। সেই সঙ্গে জাসপ্রিত বুমরাহ ফেরায় আরও শক্তিশালী হয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘আমি মনে করি ভারত অনেক শক্তিশালী দল। বুমরাহর প্রত্যাবর্তন ভারতের জন্য অনেক ভালো খবর।

শেষ চারে খেলবে এমন চারটি দলের নামও জানিয়েছেন ‘বাজবল’-এর আবিষ্কারক। সেরা দুইয়ে বাংলাদেশকে না রাখলেও সেমিফাইনালের দৌড়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে ম্যাককালাম বলেন, আসলে এই বিশ্বকাপের সেরা চার বাছাই করা কঠিন। ভারত তো থাকবেই। সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ডের ভালো সুযোগ আছে।

তিনি বলেন, বাংলাদেশেরও ভালো সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত, যারা ভালো করবে শেষ পর্যন্ত তারাই টিকে থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: