odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টপকে র‌্যাংকিংয়ের শীর্ষে সুইডেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ August ২০২৩ ২৩:২৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ August ২০২৩ ২৩:২৫

সদ্যই প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সপ্তাহ না ঘুরতেই তাদেরকে পেছনে ফেলে ফিফা ফিফা নারী র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করল সুইডেন।  গতকাল প্রকাশিত এই র‌্যাংকিং অনুযায়ী স্পেনকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। শীর্ষে উঠতে র‌্যাংকিংয়ে দুইধাপ এগিয়েছে সুইডেন।

এই স্পেনের কাছেই সেমিফাইনালে হেরে সুইডিশ মেয়েদের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। সিডনির ফাইনালে ওলগা কারমোনার প্রথমার্ধের একমাত্র গোলে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। আর স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে  টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়েই সুইডেনকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিশ্বকাপ জয়ী স্পেনের র‌্যাংকিংয়ে চার ধার উন্নতি হয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০ : 

১. সুইডেন                 ২০৬৯.১৭
২. স্পেন                   ২০৫১.৮৪
৩. যুক্তরাষ্ট্র                 ২০৫১.২১
৪. ইংল্যান্ড                 ২০৩০.১৪
৫. ফ্রান্স                    ২০০৪.১৭
৬. জার্মানী                ১৯৮৭.৬৭
৭. নেদারল্যান্ড             ১৯৮৪.৫
৮. জাপান                 ১৯৬১.৩৫
৯. ব্রাজিল                  ১৯৪৯.৪১
১০. কানাডা               ১৯৪৪.৮৪



আপনার মূল্যবান মতামত দিন: