odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব : সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ August ২০২৩ ০০:১৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ August ২০২৩ ০০:১৮

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। এশিয়া কাপে ম‌্যাচ বাই ম‌্যাচ এগোতে চান তিনি।সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম‌্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব‌্যাটসম‌্যানরা রান পায়। এবারো তেমন কিছু্ হবে। এজন‌্য বোলারদের বেশ চ‌্যালেঞ্জ থাকবে।তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।

’সাকিব আরো বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারো ভালো খেলতে চাই।

এজন‌্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম‌্যাচ আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ। আমরা ম‌্যাচ বাই ম‌্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম‌্যাচ জেতার চেষ্টা করব।’



আপনার মূল্যবান মতামত দিন: