odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

জ্বরে আক্রান্ত লিটন, এশিয়া কাপ খেলতে যাননি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ August ২০২৩ ১৯:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ August ২০২৩ ১৯:৫৯

এশিয়া কাপ খেলতে রোববার সকালে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিকালে গিয়ে কলম্বোয় পৌঁছায় টাইগাররা।

কিন্তু ঢাকা ত্যাগের আগে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন লিটন কুমার দাস। রোববার সকালে জ্বরে আক্রান্ত হয়ে শেষমুহূর্তে কলম্বো যাওয়া থেকে বিরত থাকেন তিনি। 

চোটের কারণে এশিয়া কাপের দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে এক নাম্বার ওপেনার ভাবা হচ্ছিল লিটন দাসকে; কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় লিটনও যেতে পারছেন না।

৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের চলতি আসরে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের এখনো ৩ দিন বাকি। লিটনের যদি সাধারণ জ্বর হয়, তাহলে হয়তো সমস্যা হবে না; কিন্তু যদি ডেঙ্গু কিংবা ভাইরাল জ্বর হয় তাহলে লিটনের পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব হবে না। তখন হয়ত বিকল্প প্রয়োজন হতে পারে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, লিটনের পরিবর্তে সাইফ হাসানকে তৈরি থাকতে বলা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: