odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ম্যাচের আগের রাতেই পাকিস্তানের একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৭:৫৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ August ২০২৩ ১৭:৫৩

অবশেষ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। প্রথম দিনেই প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান-নেপাল। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ শুরুর আগের রাতেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে বড় ইভেন্টের আগে এবারই প্রথম একাদশ ঘোষণা করার নজির গড়ল পাকিস্তান। টুর্নামেন্টের নবাগত নেপালের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী দলই বেছে নিয়েছে স্বাগতিকরা।

বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

নেপাল ম্যাচের জন্য পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। 



আপনার মূল্যবান মতামত দিন: