odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

শান্তর লড়াইয়ের পরও ১৬৪ রানে গুটিয়ে গেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ September ২০২৩ ০২:৩৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ September ২০২৩ ০২:৩৭

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৫ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান নাজমুল হোসেন শান্ত।

বুধবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল।

৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের সঙ্গে শান্তর জুটিতে উঠেছিল ৫৯ রান। কিন্তু এরপর আর কোনো জুটি বড় হয়নি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ বা মেহেদী হাসান সে অর্থে সঙ্গে দিতে পারেননি শান্তকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে শান্ত ফেরার পর বাংলাদেশও টেকেনি আর কিছুক্ষণ। ১৬৪ রানের দলীয় সংগ্রহেই থামতে হয় দলকে। 



আপনার মূল্যবান মতামত দিন: