odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

করুণ পরাজয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ September ২০২৩ ১৯:৫১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ September ২০২৩ ১৯:৫১

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট লড়াই হবে আর গ্যালারিতে ‘নাগিন নৃত্য’ হবে না―সেটা তো হতেই পারে না। বিশেষ করে ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকেই দুই দলের লড়াইটা উত্তাপ ছড়ায়। আজও এশিয়া কাপের মঞ্চে পাল্লেকেলের গ্যালারিতে দেখা গেল নাগিন নৃত্য। সেই নাচটা নাচলেন শ্রীলঙ্কার দর্শকরা।

বাংলাদেশের একটা করে উইকেট পড়ছিল আর গ্যালারিতে দেখা যাচ্ছিল সেই নাচ। ৫ উইকেটের বড় পরাজয়ে এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের। ম্যাচসেরা হয়েছেন মাথীশা থিকশানা।

ব্যাটিং ব্যর্থতার কারণে বোলিংয়ে শ্রীলঙ্কাকে তেমন চ্যালেঞ্জ জানাতেই পারেনি টাইগারর বোলাররা।



আপনার মূল্যবান মতামত দিন: