odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সুপার ফোরে যাওয়াই কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ September ২০২৩ ২০:০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ September ২০২৩ ২০:০০

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের পরাজয়ে বিপদেই পড়ে গেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সুপার ফোরে ওঠা তাদের জন্য এখন বেজায় কঠিন।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শর্ত হলো- পরবর্তী ম্যাচটা অবশ্যই জিততে হবে এবং আরও কিছু শর্ত পূরণ করেই জিততে হবে। আফগানদের শুধু হারালেই হবে না, রানরেট বাড়াতে বড় ব্যবধানে হারাতে হবে। আগামী রবিবার পাকিস্তানের লাহোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গতকাল শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় সারির বোলিং লাইনআপ নিয়ে খেলেছে। তাদের সামনেও দাঁড়াতে পারেনি টাইগাররা। অন্যদিকে পূর্ণশক্তির আফগানিস্তান তো আরও বেশি শক্তিশালী। তাই সব মিলিয়ে সাকিবদের সুপার ফোরে ওঠা কঠিনই বটে।



আপনার মূল্যবান মতামত দিন: