odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

'বুঝেশুনে' মদ্যপান করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ November ২০১৭ ০৯:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ November ২০১৭ ০৯:৪৪

অধিকারপত্র ডেক্স :-

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অ্যাশেস সফরে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মদ্যপান করবেন বলে কথা দিয়েছেন।
অন্তত ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেইলিস সাংবাদিকদের সে রকমটাই জানিয়েছেন।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ড যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলছিল, তখন ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে একটি অপ্রীতিকর ঘটনার পর গ্রেপ্তার হয়েছিলেন তারকা ক্রিকেটার বেন স্টোকস।
অস্ট্রেলিয়ার উদ্দেশে গত শনিবার ইংল্যান্ডের যে দল রওনা হয়েছে, তাতে ছিলেন না অলরাউন্ডার বেন স্টোকস।
বিবিসিকে ইংল্যান্ডের কোচ বলেন, "দুটো ম্যাচের মধ্যে সময়টায় মদ্যপান না-করাটাই সমীচিন বলে আমি মনে করি।"
তবে তিনি সেই সঙ্গেই স্পষ্ট করে দিয়েছেন, ক্রিকেটারদের মদ্যপানের ওপর কোনও 'কারফিউ' জারি করা হয়নি।তারা নিজে থেকেই কথা দিয়েছেন, বুঝেশুনে পান করবেন।
"ক্রিকেটাররা নিজেদের মধ্যে ঘরোয়াভাবে বসেছিল, সেখানে ওরা বিষয়টা নিয়ে আলোচনা করেছে। তারপর নিজে থেকেই ওরা এই প্রস্তাব নিয়ে এসেছে", বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে জানিয়েছেন বেইলিস।
অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইংলিশ ক্যাপ্টেন জো রুটও দাবি করেছিলেন, তাদের দলে কোনও 'ড্রিঙ্কিং কালচার' নেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যাশেস সিরিজ শুরু হয়ে যাচ্ছে আগামী ২৩শে নভেম্বর থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: