odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৪৪

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে।

অর্থাৎ ৪ সেপ্টেম্বরের বদলে প্রথম ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সূচিতে অনুমোদন দিয়েছে ফিফা। ম্যাচ দুটি উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট।



আপনার মূল্যবান মতামত দিন: