odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে জিততে চায় ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৫৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৫৬

এশিয়া কাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত এই লড়াই খুব কমই দেখা যায়। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না।

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ।৭টি জিতেছে ভারত, আর পাকিস্তান জিতেছে ৫টিতে।শেষ পাঁচবারের সাক্ষাতে ৪ বারই জিতেছে ভারত। শেষবার এই ফরম্যাটে পাকিস্তানের কাছে হেরেছে ২০১৪ সালে।

গতকাল শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন,পাকিস্তান দলে আছেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হারিস রউফের মতো বোলার। তাদের সামলানোর বিষয়ে রোহিত বলেন, ‘দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। প্রত্যেকেই ভালো মানের বোলার। সবাই আন্তর্জাতিক ক্রিকেটে সবাই নিজেদের প্রমাণ করেছে। বিশেষ করে বুমরাহ অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরেছে। আয়ারল্যান্ডে ওর পারফর্মেন্স ভালো লেগেছে। আত্মবিশ্বাসও তুঙ্গে। এটা আমাদের জন্য ইতিবাচক। তাই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তাদের বিপক্ষে ম্যাচ জিততে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন: