odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিশ্বকাপ দল ঘোষণার দিন-তারিখ জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ September ২০২৩ ০২:৩৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ September ২০২৩ ০২:৩৬

বাংলাদেশ যখন এশিয়া কাপ খেলছে, ঠিক সেই সময় দেশে ওয়ানডে বিশ্বকাপের জন্য দল সাজাচ্ছেন নির্বাচকেরা। আইসিসির নিয়মানুযায়ী, ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল দিতে হবে আগামীকাল ৫ সেপ্টেম্বরের মধ্যে। তবে সেই দলটায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ থাকবে। এই সুযোগটা গ্রহণ করে বিশ্বকাপের জন্য মূল দল ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)।

আজ সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ধানমন্ডির কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বৈঠক করেন। লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ভিডিও কলে সেই সভায় যোগ দেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের পাপন বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনাটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি।

যেমন আমাদের ওপেনার ছিল লিটন ও তামিম। ওরা তো এখন সুস্থ নয়। চ্যালেঞ্জটা বুঝতে হবে।

আজ তিনি লাহোরে যাচ্ছেন। এশিয়া কাপের পর এ মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজটা দেখেই বিশ্বকাপের মূল দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। পাপনের ভাষায়, ‘ওদের ছাড়া নাম পাঠাব? অবশ্যই না। আমরা এখন হয়তো লজিস্টিকের কারণে একটা দল দিতে পারি। তবে সেটা মূল দল না। মূল দলটা ২৬ অথবা ২৭ তারিখের দিকে দিতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন: