odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আসছে বিপিএল বসছে বিপিএল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৭ ১২:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৭ ১২:৩২

 

অধিকারপত্র ডেক্স

অনেক উন্মাদনা নিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে টি-টুয়েন্টির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আয়োজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স। যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ দুটি। থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান।

দুপুর ২ টায় উদ্বোধনী ম্যাচেই গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স। সাকিব আল হাসানের নেতৃত্বে ডায়নামাইটসে আছেন কুমার সাঙ্গাকারা, আফ্রিদি ও সুনিল নারিনের মত ক্রিকেটাররা।
সিলেট ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন সাব্বির রহমান (অধিনায়ক), নাসির হোসেন ও নুরুল হাসানরা।
মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা মুখোমুখি হবেন সন্ধ্যা ৭টায়। মাশরাফি রংপুর রাইডার্সের অধিনায়ক হলেও মুশফিক রাজশাহী কিংসের সহ-অধিনায়ক। তার দলের অধিনায়ক ড্যারেন স্যামি। রংপুরে এবার দেশি-বিদেশি তারকাদের হাট বসেছে। আছেন গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ছাড়াও রয়েছেন রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস আহমেদের মত দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা। রাজশাহীতে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। যদিও ইনজুরির কারণে সিলেট পর্বে মোস্তাফিজকে পাচ্ছে না তারা।
গেলবারের মত এবারও উদ্বোধনীতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এর জন্য বরাব্দ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে বন্যার্তদের।



আপনার মূল্যবান মতামত দিন: