odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ September ২০২৩ ১৮:১৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ September ২০২৩ ১৮:১৭

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প আপাতত নেই। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

ধারণা করা হচ্ছে, টানা তিন ম্যাচ ওপেনিং জুটি ব্যর্থ হওয়ায় আজ সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। তার ওপেনিং সঙ্গী হতে পারেন লিটন দাস। সেক্ষেত্রে নাঈম শেখ বাদ পড়বেন। ওপেনিং থেকে তিন নম্বরে নেমে যেতে পারেন মেহেদি মিরাজ। এরপর সাকিব আল হাসান,  তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম তো আছেনই।

শেষদিকে শামীম পাটোয়ারী আর আফিফ হোসেন ধ্রুব আরও একটা সুযোগ পেতে পারেন। আর হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: