odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ September ২০২৩ ২১:৪০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ September ২০২৩ ২১:৪০

তিনদিনের ছুটি শেষে বুধবার থেকে আবারও অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। আর সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা মুশফিক ও সাকিবের। গতকাল সাকিব দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরলেও, দুইজনই দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দেবেন।

বিসিবির এক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুশফিক। আর মঙ্গলবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরেছেন সাকিব।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই গত রোববার (১০ সেপ্টেম্বর) মুশফিকুর রহিমের সঙ্গে দেশের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। একটি শো-রুম উদ্বোধনের জন্য ঢাকায় এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। উদ্বোধন করা প্রতিষ্ঠানটির নাম 'আল আমিন কেমিক্যালস'। সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেসের।

এরই মধ্যে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। সুপার ফোরে উঠে প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। 



আপনার মূল্যবান মতামত দিন: