odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বেবি মালিঙ্গা’কে দলে ভেড়াল রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ September ২০২৩ ১৫:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ September ২০২৩ ১৫:৫৯

ফের চমক দেখাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। সাকিব আল হাসান ও বাবর আজমকে দলে ভেড়ানোর পর এবার মাথিশা পাথিরানার সঙ্গে চুক্তি করল ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন ২০২৪ মৌসুমে রাইডার্সের জার্সিতে দেখা যাবে ‘বেবি মালিঙ্গা’ খ্যাত এই পেসারকে।

পাথিরানাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রাইডার্স কর্তৃপক্ষ।

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসুবক পেজে পাথিরানার একটি ছবি আপলোড করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লিখেছে, ‘বেবি মালিঙ্গা : মাথিশা পাথিরানা একজন রাইডার।

পাথিরানার আগে আরেক লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়ায় ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। ২০ বছর বয়সী পাথিরানা তার বৈচিত্র্যময় অ্যাকশন ও ইয়র্কারের কারণে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন চেন্নাই সুপার কিংসে, হয়েছেন চ্যাম্পিয়নও।



আপনার মূল্যবান মতামত দিন: