odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৭:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৭:১০

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি প্রদান করা হলো। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২৬৮ জন কর্মকর্তা।

এতে আরো বলা হয়েছে, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে কর্মরত থাকবেন। 

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ছুটিতে থাকা দুই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, এসব কর্মকর্তা শিক্ষা ছুটি/লিয়েনে থাকায় তাঁদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: