odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মাহমুদ উল্লাহ বিশ্বকাপ পরিকল্পনায় আছে : হাতুরাসিংহে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ September ২০২৩ ১৮:৪৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ September ২০২৩ ১৮:৪৫

জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের কাছে প্রশ্ন  ছিল, লম্বা সময় ধরে চলা বিশ্বকাপে কেউ চোটে পড়লে তার বিকল্প ঠিক করা আছে কিনা? জবাবে হাতুরা বলেন, 'এ জন্যও আমার একটি পরিকল্পনা ছিল। নানা স্তরের ক্রিকেটারদের প্রচুর ক্যাম্পও করানো হয়েছে তাই। এখনো ক্যাম্প চলছে। 

এরপরই প্রশ্ন আসে মাহমুদ উল্লাহর প্রসঙ্গে।আপনাদের বিশ্বকাপ পরিকল্পনায় কি মাহমুদ উল্লাহ আছেন?- এমন প্রশ্নে হাতুরার জবাব, 'হ্যাঁ, সে-ও পরিকল্পনায় আছে। নিউজিল্যান্ড সিরিজে সে খেলার সুযোগ পাবে। আশা করি সে আমাদের দেখাতে পারবে ও কী করতে পারে। কারণ বাদ পড়ার পর সে কিছু করার সুযোগ পায়নি। আমরা একটি সিরিজে তাকে চেয়েছিলাম, কিন্তু তখন আবার সে হজ করতে চলে যাওয়ায় ওকে পাওয়া যায়নি।

যেহেতু সে অভিজ্ঞ এবং যদি রান করে ফর্মে ফেরে। আসলে বিশ্বকাপের জন্য আমরা এমন কিছু খেলোয়াড়ই চাচ্ছি, যারা ফর্মে আছে।'



আপনার মূল্যবান মতামত দিন: