odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ September ২০২৩ ১৮:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ September ২০২৩ ১৮:৩১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল তানজিম সাকিবের অতীতের কিছু পোস্ট। যেখানে অভিযোগ কর্মজীবী নারীদের হেয় করে মন্তব্য করেছেন তিনি। তানজিমের এসব পোস্ট নিয়ে রীতিমত বিতর্ক চলছে ফেসবুকে।

জালাল ইউনুস জানান, ‘ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারো আঘাত যদি লেগে থাকে হি ইজ সরি ফর দ্যাট।

আমরাও তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: