odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ছুটিতে হাতুরাসিংহে; টাইগারদের দায়িত্বে নিক পোথাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ September ২০২৩ ২২:০৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ September ২০২৩ ২২:০৯

আর এক দিন পরই মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। তার জায়গায় দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।

এশিয়া কাপের পর পারিবারিক কারণে ছুটি নিয়েছেন হাতুরাসিংহে।

আজ মঙ্গলবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে জানান, ‘যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবে, ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি। 

 


আপনার মূল্যবান মতামত দিন: