odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আজ থেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ September ২০২৩ ১০:৪২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ September ২০২৩ ১০:৪২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। দুপুর দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি।

সিরিজ শুরুর এক দিন আগে বুধবার মিরপুরে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। 

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন: