odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দেশে একটি পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় চান শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ September ২০২৩ ২২:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ September ২০২৩ ২২:৫৪

জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের জনস্বাস্থ্য বিবেচনায় একটি 'পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করা হোক, এমনটাই চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, হঠাৎ করোনা এসে আমাদের বুঝিয়ে দিল পাবলিক হেলথটা জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোসালা মেডিসিন (নিপসম) এর মাস্টার্স অব পাবলিক হেলথ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, যখন ধাক্কা খেয়েছি তখন মনে করেছি পাবলিক হেলথ জরুরি, এখন আবার ভুলে যাচ্ছি। নাকি ডেঙ্গু নিয়ে ভাবছি? কিছু একটা ধাক্কা লাগবেই, না হলে পাবলিক হেলথকে কেউ পাত্তা দিচ্ছে না। আমেরিকাতে পড়তে গিয়ে জেনেছিলাম চিকিৎসক হিসেবে এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হয়। কারণ পাবলিক হেলথের দৃষ্টিকোন নিয়ে চিকিৎসক হিসেবে কর্মক্ষেত্রে বেশি অবদান রাখা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখানে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না। এখন সময় এসেছে, পলিসি মেকিংএ বিষয়টির প্রাধান্য থাকবে। আমরা দেশের স্বাস্থ্য-শিক্ষা খাতে সবচেয়ে ভালো করতে চাই।

পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো পাবলিক হেলথে স্পেশালাইজড। সেসব বিশ্ববিদ্যালয় আবার অন্যান্য বিষয়ও পড়ায়। বাংলাদেশের মতো জনবহুল দেশে কোনো না কোনো অসুখ-বিসুখ থাকবে। বিহেবিয়ার চেইঞ্জটা সবচেয়ে কঠিন কাজ। সে কারণে আমার মনে হয় এরকম একটি বিশ্ববিদ্যালয় হতেই পারে। আমি আশা করতে পারি এরকম একটি উদ্যোগ কেউ নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: