odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ভবিষ্যতের জন্য 'মানকাডিং' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ September ২০২৩ ০৮:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ September ২০২৩ ০৮:৫০

মানকাডকে রান আউটের স্বীকৃতি দিয়েছে আইসিসি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখন হরহামেশা দেখা দেয়া যায় নন স্ট্রাইক প্রান্তের এই রান আউট। তবে আজ নিউজল্যান্ডের ব্যাটসম্যান ইশ সোধিকে মানকাড করেও আউটের আবেদন ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ দল। এই ঘটনায় বাংলাদেশ যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি সমালোচিত হচ্ছে- বৈধ আউটের পরেও কেন সুযোগ দিল ব্যাটারকে। 

ম্যাচ শেষে ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, মানকাড ইস্যুতে টিম মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তামিম বলেন, ‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। নিশ্চয়ই আজকের পর আমরা বসে আলোচনা করব। যদি দলের সিদ্ধান্ত হয় আমরা এ ধরনের উইকেট নিব তাহলে নিব, যদি না হয় করব না।

এই আলোচনা অবশ্যই আজকের ঘটনার পর করব। একবার আউট করার পর ফেরত নিয়ে আসা এটা সুন্দর দেখায় না। হয় এটা নিব, নাহলে করবোই না।



আপনার মূল্যবান মতামত দিন: