odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ভারতের ভিসা পায়নি পাকিস্তান; আইসিসির হস্তক্ষেপ কামনা পিসিবির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ September ২০২৩ ১৫:৫১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ September ২০২৩ ১৫:৫১

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর দিন দশেক বাকি। কিন্তু এখনো নাকি ভারতে যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান দল! খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান দল এখন টেনশনে পড়ে গেছে।

এমনিতেই দুই দেশের বৈরী সম্পর্ক; তার ওপর ভিসা জটিলতা তৈরি হলে বাবর আজমদের বিশ্বকাপ খেলাই কঠিন হয়ে যাবে। তাই বিষয়টি সমাধানের জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভিসা না পাওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরই আমরা ভিসার আবেদন করেছিলাম। পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল।

কিন্তু এখনো ভিসা পাইনি। ফলে দুবাইয়ে দলের যে পরিকল্পনা ছিল, সেটা বাতিল করতে হয়েছে। বিশ্বকাপের আগে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা আইসিসিকে সব জানিয়েছি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার আবেদন করেছি। 



আপনার মূল্যবান মতামত দিন: