odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মধ্যরাতে পাপনের বাসায় বৈঠকে সাকিব-হাথুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:৪৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ September ২০২৩ ১০:৪৫

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কেবল আর একদিন বাকি। অথচ এখনো এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে পৌঁছাতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্তেও। সেটি ঠিক করতেই সোমবার দিবাগত রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব।

ধারণা করা হচ্ছে নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তাদের সঙ্গে। আলোচনায় ছিলেন সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যে আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব আল হাসান। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: