odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তামিম দলে থাকতে চায়নি : মাশরাফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৫:৩০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৫:৩০

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। জানালেন- তাকে বাদ দেওয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাশ লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো- তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয়, এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।

মাশরাফি লেখেন, এখন প্রশ্ন হতে পারে- তামিম কেন দলে থাকতে চাইল না? আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটি একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোনো একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব। অবশ্য এরই মধ্যে নিজের ভাবনা জানানোর কথা বলেছেন তামিম ইকবাল। 



আপনার মূল্যবান মতামত দিন: