odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফিজিওর রিপোর্টে খেলতে কোনো বাধা ছিল না: তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৮:২৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৮:২৬

ফিজিও রিপোর্টে খেলার জন্য কোনো বাধা ছিল না বলে দাবি করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার বিকালে এক ভিডিও বার্তায় সাম্প্রতিক বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

তামিম বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানায়।

দেশ সেরা এ ওপেনার বলেন, তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন।

ফিজিওর রিপোর্টে কী ছিল তা পরিষ্কার করে তামিম বলেন, ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ তারিখের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি রেস্ট নিতেও পারি। কিন্তু ফিজিও রিপোর্টে খেলার জন্য কোনো বাধা ছিল না। 



আপনার মূল্যবান মতামত দিন: