odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দুই গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ October ২০২৩ ১২:৪৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ October ২০২৩ ১২:৪৮

আর্জেন্টিনার একাদশে ফিরলেন মেসি, ফিরলেন সেই চেনা রূপে। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা।

৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেজের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার ওপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।



আপনার মূল্যবান মতামত দিন: