odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডের লড়াকু সংগ্রহ

আহমেদ তপু | প্রকাশিত: ২১ October ২০২৩ ১৬:৩৬

আহমেদ তপু
প্রকাশিত: ২১ October ২০২৩ ১৬:৩৬

শ্রীলংকান পেসারদের তোপে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারানো দলটার ব্যাটিং লাইনআপ এভাবে ভেঙ্গে পড়বে সেটা হয়তো কেউ ভাবেনি। তবে শেষ পর্যন্ত লড়াই করার মতো রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে তাঁরা। নিচের দিকে ব্যাট করতে নেমে চাপ সামাল দিয়ে সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন সাইব্রান্ড এনগালব্রেখট ও লোগান ফন বিক।

দুই বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২৬২ রানের লড়াকু পুঁজি পেয়েছে ডাচরা।

৮২ বলে চারটি চার ও এক ছক্কায় ৭০ রান করেছেন এনগালব্রেখট। আর ৭৫ বলে একটি ছয় ও চারে ৫৯ রানে ফেরেন ফন বিক। লঙ্কানদের হয়ে চারটি করে শিকার দুই পেস বোলার কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কার। 



আপনার মূল্যবান মতামত দিন: