odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাংলাদেশের সামনে রান পাহাড় দাঁড় করাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৮:৩৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ October ২০২৩ ১৮:৩৪

চলমান ওয়ানডে বিশ্বকাপে আগে ব্যাট করতে নেমে পাহাড়সম রানের সংগ্রহ গড়াটাকে যেন পুতুল বানিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে ওঠাতে প্রধান ভূমিকা রেখেছেন কুইন্টন ডি কক। ইনিংসের সিংহভাগ সময় ব্যাটিং করে ১৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এ প্রোটিয়া উইকেটরক্ষক-ওপেনার। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে ৯০ রান করেন হেনরিক ক্লাসেন। এছাড়া, ৬০ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম ও ৩৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। 



আপনার মূল্যবান মতামত দিন: