odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩ : বিবিসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ November ২০২৩ ১৬:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ November ২০২৩ ১৬:২৯

২০২৩ সাল মারাত্মক তাপপ্রবাহ, বৃষ্টি, বন্যা এবং দাবানলের একটি বছর, বিষয়টি এখন নিশ্চিত। সবচেয়ে উষ্ণতম বছরের মুকুট ২০২৩ সালেরই হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের অক্টোবরে তীব্র গরমের পরে এমন ভবিষ্যদ্বাণীই বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা অনুসারে, বৈশ্বিক গড় বায়ুর তাপমাত্রা অক্টোবর ২০১৯-এর আগের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ০ দশমিক ৪ সেন্টিগ্রেড বেশি উষ্ণ ছিল এ বছর। 

গবেষকরা বলছেন, চরম বৈশ্বিক তাপমাত্রা সম্ভবত ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২০২৩ এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম সাল হবে, তা এখন অনেকটাই অনিবার্য। ২০২৩ সালের শেষ দুই মাসও এমন থাকবে এবং সারা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা নভেম্বর পর্যন্ত অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: