odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে : রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ November ২০২৩ ১৫:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ November ২০২৩ ১৫:৩১

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। ’

রান রেটের শর্ত পূরণ করতে না পারায় সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।   শনিবার তারা ইংল্যান্ডকে নির্দিষ্ট সীমায় থামানোর পরিবর্তে ৯৩ রানে পরাজিত হলে তীব্র সমালোচনার মুখোমুখি হয়।

নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারমান বলেন, বোলাররা যখন নতুন বলে ‍উইকেট নিতে পারে না, বেশি রান দেয় তখন ক্যাপ্টেন বাবর আজম কি করবেন?

পিসিবি কিছু ক্রিকেটার জড়ো করে তাদেরকে বলছে, সংকট থেকে কিভাবে বের হয়ে আসা যায়? রমিজ বলেন, ‘এদেরকে বোর্ডের দায়িত্ব দিল কে? তাদের কাজ কি শুধু একত্রে জড়ো হয়ে অধিনায়ক, কোচিং স্টাফদের পরিবর্তন করা! আর সবাই মনে করছে তারা বড় পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সংবাদ ফাঁস করা বন্ধ করার আহ্বান জানান। বড় ইভেন্টের আগে বিবৃতি না দেওয়ারও কথা বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: