odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুবি প্রতিনিধি | প্রকাশিত: ২৫ November ২০২৩ ১১:১৪

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ November ২০২৩ ১১:১৪

আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি বহুতাত্ত্বিক রূপ পেয়েছে। বর্তমানে এখানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, চারুকলাসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়।

এই বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ এবং ২৯টি বিভাগ রয়েছে। ৩৪ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থী সাত হাজার ৬৪৪ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনায় বিশ্বমান অর্জনে জোর দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: