odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বছরের সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করল অ্যাপল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ December ২০২৩ ১১:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ December ২০২৩ ১১:১৩

বছরের সেরা অ্যাপ নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে অ্যাপল। অ্যাপ বিভাগে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচ থেকে সেরা অ্যাপ বেছে নেওয়া হয়। গেম বিভাগে আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল অ্যাক্রেড গেম থেকে সেরা গেম বাছাই করা হয়। বছরের সেরা আইফোন অ্যাপ নির্বাচিত হয়েছে অভিযাত্রীদের পথ দেখানো অ্যাপ অলট্রেইলস।

আইফোনের সেরা গেমের মুকুট পেয়েছে রোল প্লেয়িং গেম হোনকাই স্টার রেল। ট্রেন্ড অব দ্য ইয়ারের তকমা পেয়েছে জেনারেটিভ এআই অ্যাপ চ্যাটজিপিটি, ক্যানভা, পিকসআর্ট, পিন্টারেন্ট, সোলোলার্ন, আর্টইফেক্ট ও স্মার্টড্রিমস।

কালচারাল ইমপ্যাক্ট বিভাগে আছে বাচ্চাদের জন্য তৈরি শিক্ষণীয় অ্যাপ পক পক, বাক-প্রতিবন্ধীদের যোগাযোগের অ্যাপ প্রোলোকো, অর্ধেকেরও কম দামে রেস্তোরাঁ থেকে অবিক্রীত খাবার কেনার অ্যাপ টু গুড টু গো, বক্স থেকে জিনিস বের করে ঘর সাজানোর পাজল গেম আনপ্যাকিং এবং একটি পরিবারের তিন প্রজন্মের নারীর জীবন নিয়ে তৈরি গেম ফাইন্ডিং হ্যানা।

সূত্র : নাইনটুফাইভ ম্যাক



আপনার মূল্যবান মতামত দিন: