odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে তামিমের অভিষেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ December ২০২৩ ১৭:৪৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ December ২০২৩ ১৭:৪৬

মাঠের লড়াইয়ে না থাকলেও বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের।  

বুধবার ১২টা ৪০ মিনিটে ২য় সেশনে শুরু করেন ধারাভাষ্য। দুই স্লটে ধারাভাষ্য দিয়েছেন তামিম। প্রথম ভাগে ১২ টা ৪০ মিনিট থেকে ১ টা ১০ মিনিট ও দ্বিতীয় ভাগে ১ টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেন তামিম।

বিপিএলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে এই ওপেনার ধারাভাষ্য রুম থেকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। বুধবার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিম লেখেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। 

আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য।



আপনার মূল্যবান মতামত দিন: