odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আলোক স্বল্পতায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ December ২০২৩ ১৬:৩৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ December ২০২৩ ১৬:৩৬

বৃষ্টি থামায় শুরু হয় ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে এক সেশন না জেতেই দেখা দেয় আলো স্বল্পতা। যার কারণে চা বিরতির পর আট ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিনে ৩০ রানে এগিয়ে আছে টাইগাররা।

এর আগে ৫৫ রানে ৫ উইকেটে দিন শুরু করা নিউজিল্যান্ডকে ১৮০ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

তবে ক্রিজে নেমে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের আউটের পরই অবশ্য দেখা দেয় আলোক স্বল্পতা। যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা।



আপনার মূল্যবান মতামত দিন: