odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহের আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ December ২০২৩ ১০:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ December ২০২৩ ১০:৫৮

পঞ্চগড়ের মতো উত্তরের বেশির ভাগ জেলাতেই গতকাল সোমবার ছিল তীব্র শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল আশপাশ। রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলেও ছিল হালকা থেকে মাঝারি কুয়াশা।

আগের দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমেছে ২.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও দিনে উত্তরের বাতাস বাড়িয়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। দেশের কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল রাতে বলেন, ‘আগামীকাল (আজ) রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মধ্যরাত থেকে সকাল ১০-১১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ঘন কুয়াশা থাকতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন: