odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ December ২০২৩ ১৫:১৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ December ২০২৩ ১৫:১৬

জাতীয় দলে কতদিন খেলতে চান এই প্রসঙ্গে সম্প্রতি কথা বলেছেন সাকিব। এর আগে একবার জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলতে চান। এখন জানালেন, জাতীয় দলে মনোযোগ দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা কমাচ্ছেন।

সাকিব বলেন, ‘তিন ফরম্যাটেই খেলছি এখনও। আশা করবো যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে কখন কোনটা কী হতে পারে। কিন্তু এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়া। ’ 

‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করবো। ’



আপনার মূল্যবান মতামত দিন: