odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শিবলির সেঞ্চুরিতে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ December ২০২৩ ১৫:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ December ২০২৩ ১৫:৪৪

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বড় স্কোর জড়ো করেছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে তাড়া করতে হবে ২৮৩ রানের লক্ষ্য।

দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ওপেনার জিশান আলমকে। দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে বিপর্যয় প্রতিরোধ করেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

দুজনের ১২৫ রানের জুটি ভাঙে ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান বিদায় নিলে। এরপর তৃতীয় উইকেটে শিবলিকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম।

৪০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে আরিফুল বিদায় নিলেও ফর্মের তুঙ্গে থাকা শিবলি টুর্নামেন্টে নিজের চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তুলে নেন সেঞ্চুরি। ৫ উইকেট পড়ে গেলে শিবলিকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

রাব্বি ১১ বলে ২১ রান করে সাজঘরে ফেরার খানিক পর, দলীয় ইনিংস শেষ হওয়ার প্রাক্বালে ফিরতে হয় শিবলিকেও। তার আগে ১৪৯ বলের মোকাবেলায় ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রান করেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। আরব আমিরাতের পক্ষে আয়মান আহমেদ শিকার করেন চারটি উইকেট। 



আপনার মূল্যবান মতামত দিন: