odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়েছেন ইংরেজি শিক্ষিকা গাদা রাবাহ। ভাই হুসসাম নিহত হয়েছেন। পরিবার আশঙ্কা করছে, হয়তো বেঁচে নেই প্রিয় এই শিক্ষিকা।

ইসরায়েলি হামলায় গাজার প্রিয় শিক্ষিকা গাদা রাবাহ ধ্বংসস্তূপে চাপা

odhikarpatra | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৪

odhikarpatra
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৪

গাজা সিটির প্রিয় ইংরেজি শিক্ষিকা গাদা রাবাহ ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। দীর্ঘ সময় পর নিজের ভগ্ন বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ভাই হুসসাম রাবাহ। আনন্দের আবেশে বন্ধু ও স্বজনদের কাছে পাঠাচ্ছিলেন খুশির বার্তা। কিন্তু হঠাৎই তার কণ্ঠস্বর থেমে যায় বিস্ফোরণের শব্দে।

হামলায় ঘটনাস্থলেই নিহত হন হুসসাম। গাদার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে তার খুঁজে ফেরেন স্বজনরা। পরিবার ও প্রিয়জনদের আতঙ্ক—প্রিয় এই শিক্ষিকা হয়তো আর বেঁচে নেই।

গাদা রাবাহ গাজা সিটির অসংখ্য শিক্ষার্থীর কাছে ছিলেন অনুপ্রেরণা। ইংরেজি শিক্ষক হিসেবে তার আন্তরিকতা ও মমতা ছাত্র-ছাত্রীদের কাছে তাকে পরিণত করেছিল "প্রিয় গাদা ম্যাডাম"-এ।

নিরাপদ আশ্রয় ছেড়ে বাড়িতে ফিরে আসা তার জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ালো। স্বজনদের ভাষায়, "তিনি জীবনের প্রতি ভীষণ ভালোবাসা রাখতেন, কিন্তু যুদ্ধ তার সব স্বপ্ন কেড়ে নিল।"

এই ঘটনাটি গাজার সাধারণ মানুষের দুর্দশা ও নিরন্তর আতঙ্কের আরেকটি করুণ চিত্র তুলে ধরেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: