odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ December ২০২৩ ০৯:০২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ December ২০২৩ ০৯:০২

ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ‍্যাম্পিয়ন দলের লড়াই জমল না একদমই। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করল পেপ গার্দিওলার দল। হুলিয়ান আলভারেসের নৈপুণ‍্যে ফ্লুমিনেন্সকে অনায়াসে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। 

সৌদি আরবে শুক্রবার (২২ ডিসেম্বর) রাতের ফাইনালে ৪-০ গোলে জিতেছে সিটি।

শুরু ও শেষ গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস। ফিল ফোডেনের করা তৃতীয় গোলে ছিল তার অবদান। অন‍্য গোলটি ছিল নিনোর আত্মঘাতী। অবশেষে ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল‍্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল সিটি।

লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নদের হারিয়ে একটা চক্র পূরণ করলেন গুয়ার্দিওলা। সিটির হয়ে জিতলেন সম্ভাব‍্য সব শিরোপা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলেন চারবার। 



আপনার মূল্যবান মতামত দিন: