odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরিজ সমতায় শেষ হলো টাইগারদের নিউজিল্যান্ড সফর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ December ২০২৩ ১৪:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ December ২০২৩ ১৪:৫৪

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের,দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড সফর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে হারের শঙ্কায় ছিল কিউইরা। তবে আশা জাগিয়েও জিততে পারেনি টাইগাররা। শেষ ম্যাচ বৃষ্টি আইনে হেরে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে আর খেলা না হওয়ায় ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে জিতেছে কিউইরা।

ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো কোনো বছর টি-২০ ফরম্যাটে সিরিজ না হেরে শেষ করেছে টাইগাররা।



আপনার মূল্যবান মতামত দিন: