odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ January ২০২৪ ২২:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ January ২০২৪ ২২:১৪

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। আজ সোমবার বিকেলে নির্বাচন ভবনে ওই বৈঠক হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, এনডিআই ও আইআরইয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। বৈঠকটি ‘কনফিডেনশিয়াল’ (গোপনীয়)। তারা (এনডিআই ও আইআরআই) গণমাধ্যমে কিছু ‘ডিসক্লোজ’ (প্রকাশ) না করতে অনুরোধ করেছে।

অশোক কুমার বলেন, প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি, সংখ্যালঘু এসব বিষয়ে আলোচনা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: